জাতের নামঃ | ||||||||||||||||||||
বিনাটমেটো-৭ | ||||||||||||||||||||
জাতের বৈশিষ্ট্যঃ | ||||||||||||||||||||
গাছের উচ্চতা ৮০-৮৫ সে.মি. ফলের আকার গোলাকার প্রতিটি ফলের গড় ওজন ৬০ গ্রাম প্রতিটি গাছে ফলের সংখ্যা ২৫-৩০টি গড় ফলন শীতকালে ৮৭ টন/হেক্টর, শীতের প্রাক্কালে ৬৩ টন/হেক্টর এবং গ্রীস্মকালে ৪৩ টন/হেক্টর জীবনকাল ১২০-১২৪ দিন |
||||||||||||||||||||
জমি ও মাটিঃ | ||||||||||||||||||||
প্রায় সব ধরনের মাটিতেই বিনাটমেটো-৬ চাষাবাদ করা যায়। তবে বেলে দো-আঁশ মাটি সবচেয়ে উপযোগী। | ||||||||||||||||||||
জমি তৈরীঃ | ||||||||||||||||||||
তিন চারটি চাষ ও মই দিয়ে জমি তৈরী করতে হবে। |
||||||||||||||||||||
বপণের সময়ঃ | ||||||||||||||||||||
প্রায় সারা বছরই বিনা টমেটো৬ চাষাবাদ করা যায়। রবি মৌসুমে আশ্বিন মাসের প্রথম হতে শেষ দিন পর্যন্ত (মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর) বীজতলায় বীজ বপন করতে হবে। ১লা কার্ত্তিক হতে ৩০শে কার্ত্তিক (মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর) পর্যন্ত একমাস বয়সী চারা রোপনের উপযুক্ত সময়। তবে অগ্রহায়ণের মাঝামাঝি পর্যন্ত চারা রোপন করা যায়। খরিফ-১ মৌসুমে ফাল্গুন-চৈত্র মাসে বীজতলায় বীজ বপন এবং চৈত্র-বৈশাখ মাসে চারা রোপন করতে হবে। খরিফ-২ মৌসুমে আষাঢ়-শ্রাবন মাসে বীজতলায় বীজ বপন এবং শ্রাবন-ভাদ্র মাসে চারা রোপন করতে হবে। | ||||||||||||||||||||
বীজ বপন পদ্ধতিঃ | ||||||||||||||||||||
টমেটো বীজ বপন করার পর পিঁপড়ায় বীজ নিয়ে যেতে পারে। এতে অংকুরোদগম কম হয়। তাই বীজতলার চারপাশে সেভিন ডাষ্ট বা গুড়া জাতীয় কীটনাশক ছিটিয়ে দিলে পিঁপড়ার উপদ্রব হবে না বা ঝুঁকি থাকে না। বৃষ্টির সম্ভাবনা থাকলে পলিথিনের ছাউনির ব্যবস্থা করতে হবে। | ||||||||||||||||||||
রোপন পদ্ধতিঃ | ||||||||||||||||||||
জমি চাষ সম্পন্ন হলে ভূমি হতে ১০-১৫ সে.মি. উঁচু বেড তৈরী করতে হবে এবং বেডের চারিপার্শ্বে ড্রেনের ব্যবস্থা রাখতে হবে। এ বেডে চার সপ্তাহ বয়সের চারা রোপন করতে হবে। চারা লাগানোর সংগে সংগে চারাতে পানি দিতে হবে। সারি হতে সারি এবং গাছ হতে গাছের দুরত্ব ৫০ সে.মি. দিতে হবে। প্রতি হেক্টরে ৪৫০০০, একরে ১৮২০০ বিঘায় ৬০০০টি চারা রোপন করতে হবে। | ||||||||||||||||||||
সার ও প্রয়োগ পদ্ধতিঃ | ||||||||||||||||||||
শেষ চাষের সময় নির্ধারিত পরিমান গোবর সার ও টিএসপি এবং প্রয়োজনীয় মাত্রার এক তৃতীয়াংশ ইউরিয়া এবং অর্ধেক এমপি ও ফুরাডান ৫-জি ২ গ্রাম প্রতি বর্গমিটার জমিতে ছিটিয়ে দিয়ে জমি তৈরী করতে হবে।
বাকি ইউরিয়া ও এমপি সার সমান দ’ভাগে ভাগ করে চারা রোপনের ১৫ ও ৩৫ দিন পর জমিতে প্রয়োগ করতে হবে। |
||||||||||||||||||||
সেচ ও নিষ্কাশনঃ | ||||||||||||||||||||
জমির অবস্থা অনুযায়ী প্রয়োজনবোধে ঝর্ণা দিয়ে গাছে পানি দিতে হবে। | ||||||||||||||||||||
পরিচর্যাঃ | ||||||||||||||||||||
চারা রোপনের পরে জমিতে আগাছা হলে নিড়ানী দিয়ে হালকাভাবে আগাছা পরিস্কার করে ফেলতে হবে এবং একই সময় মাটি ঝুরঝুরা করে দিতে হবে। | ||||||||||||||||||||
বালাই ব্যবস্থাপনাঃ | ||||||||||||||||||||
বিনা টমেটো৬ দীর্ঘ সময়ের মধ্যে কোন ক্ষতিকারক পোকামাকড়ের আক্রমণ ঘটেনি। তবে কোন কোন ক্ষেত্রে কৃমি রোগ, গোড়া পঁচারোগ ইত্যাদি দেখা যায়। সে ক্ষেত্রে জমিতে চারা রোপনের পূর্বে ডিডি মিক্চার বা ফুরাডান-৫ জি দ্বারা মাটি শোধন করে নিলে এ সব রোগের প্রকোপ কমে যায়। | ||||||||||||||||||||
ফলনঃ | ||||||||||||||||||||
গড় ফলন শীতকালে ৮৫ টন/হেক্টর, শীতের প্রাক্কালে ৫২ টন/হেক্টর এবং গ্রীস্মকালে ৪০ টন/হেক্টর |
প্রয়োজনে সংশ্লষ্টি বিশেষজ্ঞর সাথে কথা বলুন টমেটো ফসল বিশেষজ্ঞঃ |
(সকাল ৯ টা-বিকাল ৫টা) কলকরুনঃ +৮৮০১৭১০৮৭৯৮১৩ ই-মইেলঃ islamtariqul05@yahoo.com দায়িত্বপ্রাপ্ত র্কমর্কতার নাম ও পদবী ড. মো. তারিকুল ইসলাম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ক্রপ ফিজিলজি বিভাগ, বিনা, ময়মনসিংহ-২২০২ |
চিত্র: বিনাটমেটো-৭